প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিলো আ.লীগ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপিকে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (২১ জুন) রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী দাওয়াত কার্ড গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড বিএনপি অফিসে পৌঁছে দিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। দাওয়াতপত্র গ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাধারণত রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিলে একে-অপরকে দাওয়াত দিয়ে থাকেন। কিন্তু রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আওয়ামী লীগ ও বিএনপি কেউ কারও অনুষ্ঠানে প্রতিনিধি পাঠান না।