সূর্যের ‘আলোতে’ লড়াইয়ের পুঁজি ভারতের

অনলাইন ডেস্ক : গত তিন ম্যাচে দ্রুত ব্যর্থ বিরাট কোহলি আজ শুরুটা ভালো করেছিলেন। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। রানের দেখা পাননি রোহিত শর্মাও। দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে ভারত।

আজ বৃহস্পতিবার (২০ জুন) ব্রিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

গ্রুপ পর্বের কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেনি রোহিত-কোহলি জুটি। তারপরও সুপার এইটে এসে উদ্বোধনী জুটিতে তাদের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে এবারও প্রতিদান দিতে ব্যর্থ দুই অভিজ্ঞ ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন রোহিত। ১৩ বলে ৮ রান এসেছে তার ব্যাট থেকে। ভারত অধিনায়ককে বিদায় করে ১১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ফজল হক ফারুকি।

আরও পড়ুনঃ   জয়ের আউটে অস্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

রোহিত দ্রুত ফিরলেও তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেন ঋষব পান্ত। এই উইকেটকিপার ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন বেশ সাবলীল ব্যাটিং করেছেন। তবে ১১ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। আসরে এখনও পর্যন্ত রানের দেখা না পাওয়া কোহলি আজ দুই অঙ্কে পৌঁছেও ইনিংস বড় করতে পারেননি। রশিদ খানকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৪ রান।

আরও পড়ুনঃ   দুঃসংবাদ পেলেন সাকিব

৬২ রানে তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। এই মিডল অর্ডার ব্যাটার উইকেটে এসেই কাউন্টার অ্যাটাক করেছেন। তাতে সামনে বল ফেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আফগান বোলারদের। দলের পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৮ বলে ৫৩ রান করেছেন তিনি।

সূর্যকুমারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তবে ফিনিশিংটা ঠিকমতো দিয়ে আসতে পারেননি। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। শেষদিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের ইনিংস হার্দিকের অভাব কিছুটা হলেও পূরণ করেছে।