গ্রীষ্মের ছুটি কমানোর সিদ্ধান্ত, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৬ জুন

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান গ্রীষ্মের ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিল। সেটি পরিবর্তন করে ২৬ জুন থেকে স্কুল-মাদরাসা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ   ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   মন্ত্রণালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক আজই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

নানা কারণে এ বছর পাঠদানের কর্মদিবস কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে বলে জানা গেছে।