ফায়ার সার্ভিসের তৎপরতায় ব্যর্থ হলো গৃহকর্মীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক : রাজধানীর ভাটারা থানা এলাকায় আত্মহত্যা করতে যাওয়া এক গৃহকর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৯ জুন) এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, আজ সোয়া ১০টায় ভাটারা থানা এলাকার একটি ভবনের ৭তলার ফ্ল্যাটের কার্নিশে একজন গৃহকর্মী আত্মহত্যার উদ্দেশে অবস্থান নিয়েছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বারিধার ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

আরও পড়ুনঃ   শহীদদের পরিবার ৫ ও আহতরা পাবেন ১ লাখ টাকা করে

তিনি বলেন, আধা ঘণ্টার মধ্যে ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে গৃহকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে ভাটারা থানার পুলিশের কাছে গৃহকর্মীকে হস্তান্তর করা হয়েছে।