স্বামীর জিহ্বা কামড়ে বিচ্ছিন্ন করলেন স্ত্রী

অনলাইন ডেস্ক : যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে এক যুবকের জিহ্বা কামড়ে ছিঁড়ে নিয়েছেন তাঁর স্ত্রী। গত সোমবার (১০ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সোহাগের পিতা মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সোহাগের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকত। সোমবার দুপুরে বাড়িতে ঝগড়াঝাঁটি শুরু হয়। এর একপর্যায়ে ঘরের মধ্যে গিয়ে সোহাগের স্ত্রী সিমা কামড়ে সোহাগের জিহ্বা ছিঁড়ে ফেলে। পরে জিহ্বার কর্তিত অংশ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   ১৫ বছরের জঞ্জাল সাফ করা লাগবে : গোলাম পরওয়ার

বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন সোহাগকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

মোজাম্মেল হক আরও জানান, এ ঘটনার পর পুত্রবধূ সিমাকে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার পর উভয়পক্ষের সমোঝতার পর ও বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, সোহাগ হোসেন (২৪) নামে এই ব্যক্তির জিহ্বা দাঁতের কামড়ে ছিঁড়ে আলাদা হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। সর্বশেষ সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে সোহাগকে বাড়িতে আনা হয়েছে বলে মোবাইলে জানিয়েছেন সোহাগের বাবা মোজাম্মেল হক।

আরও পড়ুনঃ   ঈশ্বরদীতে ধান-চাল-গম সংগ্রহ অভিযান উদ্বোধন

পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পারিবারিক কলহে তার স্ত্রী সিমা খাতুন এ ঘটনা ঘটিয়েছে।’

চৌগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জারফিন আক্তার বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’