জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

অনলাইন ডেস্ক : রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ জুন) এখানে উপস্থিত হয়ে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন।

তাছাড়া এবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   শেখ ফাহমিন হত্যা : হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ইসলামিক ফাউনন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র ঈদুল আজহার নামাজের প্রথম জামাত সকাল ৮টায় শুরু হবে এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বেশি: ফাওজুল কবির

এছাড়া রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ডের হারুণ মোল্লাহ ঈদগাহ মাঠে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।