আবারও ডিপফেকের শিকার আলিয়া ভাট

অনলাইন ডেস্ক : আবারও ডিপফেক ভিডিওর শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এক কালো কামিজ পরা তরুণীর শরীরের বসিয়ে দেওয়া হয়েছে আলিয়ার চেহারা! এ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েছেন আলিয়ার ভক্ত-অনুরাগীরা।

গত মাসেও ডিপফেকের শিকার হয়েছিলেন আলিয়া ভাট। তখন অভিনেত্রী ওয়ামিকা গাব্বিরের শরীরে আলিয়া ভাটের চেহারা বসিয়ে এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়।

কিন্তু এবারের ভিডিওতে দেখা যায়, চিকনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন আলিয়া ভাট। দৃশ্যত আলিয়াকে দেখা গেলেও আদতে আলিয়ার চেহারা প্রতিস্থাপন করে তৈরি হয়েছে ভিডিওটি। প্রযুক্তির এমন নিখুঁত কারসাজিতে নেটিজেনদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়লেও অনেকে সেখানে আলিয়া ভাটকেই ধরে নিয়েছেন।

আরও পড়ুনঃ   একাধিক প্রেমিকা বদল, শ্রাবন্তীর সঙ্গে তুলনা শোভনকে

ভারতীয় গণমাধ্যমের খবর, ইতোমধ্যে আলিয়ার ডিপফেকের ওই ভিডিওটি ১৭ মিলিয়ন দর্শক দেখেছে। সমীক্ষা অভতর নামে এক ইনস্টাগ্রাম ব‌্যবহারকারী ওই ভিডিওটি পোস্ট করেছেন। সেই প্রোফাইলে লেখা ছিল, এখানে সমস্ত ভিডিও এআই-এর সাহায্যে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।

আরও পড়ুনঃ   পোষ্যদের ওপর চটে গেলেন মিমি চক্রবর্তী!

 

শুধু আলিয়া নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বলিউডের একাধিক নায়ক নায়িকার ডিপফেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে। কিছুক্ষেত্রে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি উপস্থাপনের উদ্দেশ্যেও এসব ভিডিও তৈরি করা হয়েছে।

 

এ নিয়ে বিতর্কও কম নেই। অমিতাভ বচ্চন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন এ বিষয়ে। এবার আলিয়ার ডিপফেক ভিডিওটি ভাইরাল হতেই বোঝা গেলো এআই কতটা বিপজ্জনক হতে পারে।