নিখোঁজ রাকিব হাসানের সন্ধান চায় তার পরিবার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়, , থানা: রাজপাড়া, ৬নং ওয়ার্ডের বাসিন্দা, মো: রাকিব হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাকিবের পিতা: মো: ইসমাইল হোসেন, মাতা: মোসা: লাকি বেগম।

তিনি গত ১২/০৫/২০২৪ ইং তারিখ (রবিবার) সকাল ৯:৩০ মিনিটে নিজ বাড়ি থেকে সাহেব বাজার যাওয়ার কথা বলে বের হয়ে যায়। তারপর থেকে এখন পর্যন্ত বাসায় ফিরেনি। বাসা থেকে যাবার সময় তার পরনে ছিলো আাকাশি রংএর টিশার্ট ও হালকা কালো রংএর ট্রাউজার। পরে পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনের কাছে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যাইনি ।

আরও পড়ুনঃ   অপহরণের ৪৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার

সন্ধান না পাওয়ায় তার পরিবার স্ত্রী, সন্তান, আত্মীয়- স্বজন মানসিকভাবে ভেঙে পড়ে। কেউ যদি রাকিব হাসানের সন্ধান পান বা দেখে থাকেন তাহলে তার পরিবার বা নিচে দেওয়া মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ   পল্লিকবি জসীমউদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

যোগাযোগঃ- নুরুজ্জামান টুকু ৬ নং ওয়ার্ড কাউন্সিলর :০১৭১৭-৫১৫০৭০, এসআই আবুল হাসান ০১৭৩৮-৪১৪৩২৮ রাজপাড়া থানা। পরিবার : ০১৩১২০২৬০৮৫ (বাসা)।