দেশের কারাগারে আটক ৩৬৩ বিদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশের কারাগারে বিভিন্ন অপরাধে ৩৬৩ জন বিদেশি নাগরিক আটক আছেন। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য বেগম ফরিদা ইয়াসমিন লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটকের তালিকায় রয়েছেন ভারতের ২১২ জন, মিয়ানমারের ১১৪ জন, পাকিস্তানের ৭ জন, নাইজেরিয়ার ৬ জন, মালশিয়ার ৬ জন, আমেরিকার ১ জন ও চীনের ৪ নাগরিক।
এদিকে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার এলাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মধ্য থেকে (রোহিঙ্গা) জননিরাপত্তা বিঘ্ন, হত্যা ও অস্ত্র মামলায় ৯৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে ক্যাম্প এলাকায় জননিরাপত্তা বিঘ্নকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নজরদারি করা হচ্ছে এবং সন্ত্রাসীদের দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।