কুয়েতে ভবনে আগুন লেগে ৩৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : মাঙ্গাফ এলাকার একটি ভবনে আগুন লেগেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কুয়েতের একটি ভবনে আগুন লেগে ৩৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার একটি ভবনে আগুন লেগেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

ইদ রাশেদ হামাস নামে পুলিশের এক সদস্য কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাংবাদিকদের কাছে সাক্ষাত্কার দেওয়ার সময় বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনসহ আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা নিউজ এজেন্সি জানিয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকলের কর্মীরা। কমপক্ষে ৪৩ জন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর আরব নিউজের।