স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারি ইসলাম (৪০)। তিনি নগরীর দড়িখরবোনা এলাকার আবদুল কাদেরের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। তিনি জানান, আমচত্বর এলাকায় ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামীর একটি পিকআপ ইসলামকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ইসলামকে ধাক্কা দিয়ে পিকআপটি পালিয়ে যায় তাই তাকে ধরা যায়নি। তবে পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। এরপর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।