ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতপুরের সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৩) ও আল আমিন (২৭)।

আরও পড়ুনঃ   বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্থানীয় ব্যবসায়ী হাজী ফয়সাল মল্লিক জানান, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও মারুফকে মৃত ঘোষণা করেন। বাকিরা সুস্থ আছে।

আরও পড়ুনঃ   বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী কাল 

বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিকেলে তারা মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আহত দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।