রাসিক মেয়রের সাথে পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন। বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। এ সময় রাসিক মেয়র তাঁদের মিষ্টিমুখ করান।

আরও পড়ুনঃ   চেয়ারম্যান প্রার্থী শরিফের নির্বাচনী প্রচারণার মাইক ভাংচুর, থানায় মামলা

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক পল্টু, জেলা যুবলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন, হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা পিন্টু প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গণপিটুনির শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

উল্লেখ্য, ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।