নাগরিক সমস্যা সমাধানে অ্যাডভোকেসি ফোরামের বৈঠক নাগরিক সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ: এমপি বাদশা

স্টাফ রিপোর্টার : নাগরিক সমস্যা সমাধানে এ্যাডভোকেসি ফোরামের বৈঠকে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। তার হাত ধরে আমরা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। এতে নাগরিকদের জীবনমানের উন্নয়ন হয়েছে। তবে সমস্যা যে একেবারে নেই সেটাও বলা যায় না। আমি দলমতের উর্ধ্বে উঠে একজন জনপ্রতিনিধি হিসেবে নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার (৩০ মে) নগরীর একটি হোটেলে মাল্টিপাটি এডভোকেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।
এসময় নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে তিনি অবগত আছেন এবং সেসব সমাধানে ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান। এছাড়া যেগুলো সম্পর্কে এখনো কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি তা সমাধানে দ্রুতই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাল্টিপাটি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক।
বৈঠকে রাজশাহী মহানগরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে বিভিন্ন নাগরিক ইস্যূতে মতামত তুলে ধরেন।
এফসিডিও’র এর অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের আওতায় এ গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাজশাহী জেলা শাখার সভাপতি সফিউদ্দিন আহমেদ, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলার সদস্য গোলাম মোস্তফা মামুন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য অ্যাড. নাসরিন আক্তার মিতা, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কোষাধ্যক্ষ ও মহানগর আওয়ামী লীগের সদস্য শামসুন নাহার মুক্তি, মহানগর জাতীয় পাটির ১ নং যুগ্ম আহবায়ক সামসুদ্দিন মিন্টু, মহানগর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক শাহিন আলী, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্য ও মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মাদ সিয়াম, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্য ও মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী অঞ্চলের সিনিয়র ম্যানেজার আসমা আক্তার। পরিচালনায় ছিলেন, প্রোগ্রাম এসোসিয়েট মো: রায়হান আলী ও ইলেক্টরাল প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।