মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ।
বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা পাঠ করেন,ইউপি সচিব মোঃ গোলাম সাকলাইয়েন।
এসময় তিনি ১ কোটি ২১ লক্ষ ৮৩ হাজার ৯ শত ২৪ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেটে ২৪ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আয়,২৪ লাখ ১০ হাজার টাকা রাজস্ব ব্যয়,৯৭ লাখ ৩হাজার ৯ শত ২৪ টাকা উন্নয়ন আয়,৯৭ লাখ ৩হাজার ৯ শত ২৪ টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া উদ্বৃত্ত তহবিল ৭০ হাজার টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ,গ্রাম পুলিশ,ইমাম,শিক্ষক,রাজনৈতিক নেতাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।