কাস্টমস্ আইন ২০২৩ বাস্তবায়নকল্পে প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি : ২৯ মে বুধবার সকাল ১১:০০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র “বোর্ডরুমে” কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় কাস্টমস্ আইন, ২০২৩ বাস্তবায়নকল্পে নতুন আইনের উপর রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিবৃন্দ ও আমদানিকারক, রুপপুর পারমাণবিক স্থল শুল্ক স্টেশন ও ঈশ্বরদী ইপিজেড এর সিএন্ডএফ প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি, আপোস করেননি : লিটন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। প্রশিক্ষক হিসেবে ছিলেন সোনামসজিদ স্থল শুল্ক স্টেশন এর ডেপুটি কমিশনার অব কাস্টমস জনাব মোঃ নূর-উদ্দিন মিলন ও রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহিম হোসেন। কর্মশালাতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে জনাব মোঃ নুর-উদ্দিন মিলন বলেন, আপনাদের সুবিধার্থে সরকার কাস্টমস্ আইন-২০২৩ ইংরেজীর পাশাপাশি বাংলা ভার্সন তৈরী করেছেন। যদি কখনও বাংলা ও ইংরেজী এর মধ্যে মতপার্থক্য তৈরী হয় তবে বাংলাকে প্রাধান্য দেয়া হবে।

আরও পড়ুনঃ   বেড়া পাউবোর একযোগে ৩৭ কর্মকর্তা-কর্মচারীর বদলির আবেদন

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ সাদরুল ইসলাম, মোঃ হারুন উর রশীদ, মোঃ কবির হোসেন, এস,এম আইয়ুব।