কাস্টমস্ আইন ২০২৩ বাস্তবায়নকল্পে প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি : ২৯ মে বুধবার সকাল ১১:০০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র “বোর্ডরুমে” কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় কাস্টমস্ আইন, ২০২৩ বাস্তবায়নকল্পে নতুন আইনের উপর রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিবৃন্দ ও আমদানিকারক, রুপপুর পারমাণবিক স্থল শুল্ক স্টেশন ও ঈশ্বরদী ইপিজেড এর সিএন্ডএফ প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুনঃ   শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। প্রশিক্ষক হিসেবে ছিলেন সোনামসজিদ স্থল শুল্ক স্টেশন এর ডেপুটি কমিশনার অব কাস্টমস জনাব মোঃ নূর-উদ্দিন মিলন ও রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহিম হোসেন। কর্মশালাতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে জনাব মোঃ নুর-উদ্দিন মিলন বলেন, আপনাদের সুবিধার্থে সরকার কাস্টমস্ আইন-২০২৩ ইংরেজীর পাশাপাশি বাংলা ভার্সন তৈরী করেছেন। যদি কখনও বাংলা ও ইংরেজী এর মধ্যে মতপার্থক্য তৈরী হয় তবে বাংলাকে প্রাধান্য দেয়া হবে।

আরও পড়ুনঃ   ছাত্র আন্দোলনে আহতদের দেখতে আরপিএমসিএইচে যান ড. ইউনূস

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ সাদরুল ইসলাম, মোঃ হারুন উর রশীদ, মোঃ কবির হোসেন, এস,এম আইয়ুব।