আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালনে আরএমপি’র বর্ণাঢ্য আয়োজন

অনলাইন ডেস্ক : আগামীকাল ২৯ মে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস । জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যদায় দিবসটি পালিত হবে। এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ওই দিন সকাল দশটায় রাজশাহী সার্কিট হাউজের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালি শেষে আরএমপি সদর দপ্তরে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য যে, ২০০৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।