বৈষম্যের প্রতিবাদে আর্জেন্টিনার জাতীয় দলের তিন নারী ফুটবলারের অবসর

অনলাইন ডেস্ক : বিতর্কের মুখে আর্জেন্টাইন ফুটবল। দেশটির জাতীয় দলের তিন তারকা একইসঙ্গে ডাক দিয়েছেন অবসরের। বৈষম্যের অভিযোগ এনে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন নারী দলের তিন তারকা। গোলরক্ষক লরিনা অলিভিয়েরস, ডিফেন্ডার হুলিয়েতা ক্রুজ এবং মিডফিল্ডার লরিনা বেনিতেজ।

কোস্টারিকার বিপক্ষে আগামী শুক্রবার এবং ৩ জুন দুই প্রীতি ম্যাচের আগে এমন সিদ্ধান্ত নিলেন জাতীয় দলের তিন তারকা। ম্যাচ ফি না পাওয়া, পরিবারের সদস্যদের স্টেডিয়ামে ঢুকতে টিকিটের ব্যবস্থা করা এবং নিম্নমানের খাবারের অভিযোগ টেনে এমন সিদ্ধান্ত নেন এই তিন তারকা। খবর এপি।

অবসরের ঘোষণা দিয়ে জুলিয়েতা ক্রজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা অন্যায়ের শিকার হতে হতে ক্লান্ত হয়ে পড়েছি। কেউ মূল্যায়ন করছে না, কারো কানে আমাদের কথা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, অপমানিত হচ্ছি। আর্জেন্টিনার নারী ফুটবলের জন্য উন্নয়নের দরকার। আমি শুধু কম বেতনের কথা বলছি না। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ বা অনুশীলনের কথাও বলতে চাইছি।’

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার রেকর্ড সর্বোচ্চ রানের চাপে পিষ্ট শ্রীলঙ্কা

ক্রুজ এবং বেনিতেজের অভিযোগ, জাতীয় দলের ট্রেনিং চলাকালে তাদেরকে একটিমাত্র হ্যাম, চিজ স্যান্ডউইচ আর কলা দেয়া হয়েছে। খেলোয়াড়রা মনে করেন, হাই-পারফরম্যান্স অ্যাথলেটদের জন্য এমন খাবার খুবই অপ্রতুল।

বেনিতেজ এরসঙ্গে আরও যোগ করেন, নারী দলের খেলা চলাকালে খেলোয়াড়দের পরিবারের কোনো সদস্য মাঠে আসতে চাইলে তাকে ৫ হাজার পেসো (আর্জেন্টাইন মুদ্রা) বা ৫ ডলার সমমূল্যের টিকিট ক্রয় করতে হয়। এই মিডফিল্ডার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন আরও লক্ষাধিক বিষয় আমাদের পার করতে হয়।’

আরও পড়ুনঃ   কবে বিপিএলে আসছেন শাহিন আফ্রিদি, জানাল ফরচুন বরিশাল

যদিও আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

একই রকম অভিযোগে গত বছর অবসর নিয়েছিলেন আর্জেন্টিনার মেয়েদের ফুটবলের সেরা তারকা এস্তেফানিয়া বানেনি। সাবেক সতীর্থদের সমর্থনই জানিয়েছেন তিনি, ‘কাউকে না কাউকে প্রতিবাদ করতেই হত। তোমাদের অভিনন্দন।’