যৌথ মালিকানায় প্রস্তাবিত তুবা টাওয়ার নির্মাণের অংশ হিসাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে যৌথ মালিকানায় প্রস্তাবিত তুবা টাওয়ার নির্মাণের অংশ হিসাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ২নং ওয়ার্ডের লিলি হল মোড় এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের এজিএম (অবসরপ্রাপ্ত) ওসমান গনি। এ সময় টিটিসি‘র সহকারী পরিচালক আব্দুল হান্নান, সোনালী ব্যাংকের এজিএম (অবসরপ্রাপ্ত) বজদুল হক শেয়ার হোল্ডার, নাইমুল ইসলাম, নওগাঁ টিটিসি‘র শিক্ষক নয়ন ওহেদুল ইসলাম।

আরও পড়ুনঃ   মাঝারি দাবদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল

উল্লেখ্য, ২০ কাঠা জমির উপর ১৬ তলা ভবন নির্মিত হবে। এতে ১২০ ফ্লাট থাকবে।