গাজায় কোরআন পোড়াচ্ছেন ইসরায়েলি সেনারা

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদের ভেতর পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছেন এক ইসরায়েলি সেনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এটি ছাড়াও একাধিক জায়গায় কোরআন ও অন্যান্য বই পোড়ানোর ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে।

ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পুলিশ বিভাগ এ ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুনঃ   ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

কোরআন পোড়ানোর একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইসরায়েলি সেনারা। পরবর্তীতে ফিলিস্তিনিরা সেগুলো তাদের অ্যাকাউন্টে শেয়ার করেন।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাফা এলাকায় এক সেনা একটি কোরআন ধরে রেখেছেন। এরপর সেটি তিনি আগুনে ছুড়ে মারেন।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, গাজা সিটির আকসা বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি বুক শেলভের সামনে দাঁড়িয়ে আছেন এক সেনারা। ওই সময় পছনে থাকা শেলভের বইয়ে আগুন জ্বলতে দেখা যায়।

আরও পড়ুনঃ   ভারতে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধর

এসব ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের পুলিশ বিভাগ এগুলো তদন্ত করছে। তদন্ত শেষে প্রতিবেদন মিলিটারি এডভোকেট জেনারেলে পাঠানো হবে।

এছাড়া কোরআন পোড়ানোর ঘটনার নিন্দাও জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে, তাদের যে নীতি রয়েছে তার সঙ্গে এটি সাংঘর্ষিক এবং তারা সব ধরনের ধর্মের প্রতি সম্মান জানায়।-সূত্র: টাইমস অব ইসরায়েল