বাগমারায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষকের মৃত্যু

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসীন্দা। মৃত ব্যক্তি হলেন খায়রুল ইসলাম ( ৫২), পিতার নাম মানিকুল্যা শাহ।

খায়রুল ইসলাম নরদাশ সৈয়দা ময়েজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক । পাশাপাশি কানাইশহর জামে মসজিদের পেশ ঈমাম ছিলেন ।
প্রতিবেশী সূত্রে জানা গেছে । ওই এলাকায় বুরো ধান কর্তনের মৌসুম চলছে। চলছে শ্রমিক সংকট। সে কারণে শ্রমিকের সঙ্গে নিজেও কাজ করছিলেন। ২৩ মে, বৃহস্পতিবার সন্ধায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেন। পরীক্ষা নীরিক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণ বন্ধের দাবি

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল নয়’টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।