স্টাফ রিপোর্টার : র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১০ টায় মহানগরীর মতিহার থানার বসুয়া অচিনপুর এলাকায়অভিযান চালিয়ে ৭ মাদক ব্যবসায়ীসহ মাদকসেবি আরো ১০ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি মতে ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- রাজপাড়ার ডিঙ্গাডোবার মৃত বইনুদ্দিন শেখের ছেলে বাবলু (৬২), বসুয়া অচিনতলার মৃত জান মোহাম্মদের ছেলে মনির (৩৯), সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৪০), দাশপুকুরের মৃত জয়নুদ্দিরে ছেলে আশরাফ আলী (৫২), বসুয়ার মৃত নূর মোহাম্মদের ছেলে মেজদার আলী (৫৫), চণ্ডিপুরের মৃত আবৃল হোসেনর ছেলে বাদল (৪৪) এবং বসুয়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল (৫০)।
ধৃত মাদকসেবিরা হলো- বহরমপুরের অখিল কুমারের ছেলে অপু কুমার (২৪), তেরখাদিয়ার হাবিববুর রহমানের ছেলে সজিব (২৬), সাহেব আলীর ছেলে সোহেল (২৮), খোকন আলীর ছেলে জনি (২৫), হাবিবুরের ছেলে উজ্জল (৩০), সাইদুর রহমানের ছেলে আজিজুল (২৭), মৃত রুস্তম আলীর ছেলে ফরহাদ (৩৪) এরা সবাই বহরমপুরের। নতুন বিলসিমলার তোতা বিশ্বাসের ছেলে হাসান (৩৫), একরামুলের ছেলে এত্তাকুল হক (২৭), মনিরের ছেলে বন্ধন (২৬)।
ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন ১৫ টি, সিমকার্ড ২৪ টি, কলকি ৪ টি, লোহার কাটার ৩ টি, কাঠের টুকরা ৪ টি জব্দ করা হয়।
উল্লেখ্য, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক কারবারীর সাথে জড়িত। এলাকার বিভিন্ন মাদকসেবিদের কাছে গাঁজা পুরিয়া হিসেবে বিক্রয় করে আসছে।
যার ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং জনসাধারণেল শান্তি বিনষ্ট ও বিরক্তি সৃষ্টি হচ্ছে। র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।