নগরীতে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক দুইটি মামলার ৪ ও ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং ১২ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ শাহিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জয়পুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোহাম্মদ শাহিন আলীর বিরুদ্ধে একটি মামলায় ৪ মাসের কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপর একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কাটাখালী থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল ২৩ মে সন্ধ্যায় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শাহিন কাটাখালী থানার জয়পুর মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ   শতভাগ হল ছেড়েছেন রাবি শিক্ষার্থীরা

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের দিকনির্দেশনায় এটিএসআই মো: ইমরুল হোসেন ও তাঁর টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে কাটাখালী থানার জয়পুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   সভা ডেকে রাবি বন্ধ ঘোষণা, দুপুরেই হল ছাড়ার নির্দেশ

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।