রাণীনগরে উন্মুক্ত বাজেট সভা

নওগাঁ প্রতিনিধি : ‘যদি উন্নয়ন করতে চাও জনগনকে সাথে নাও’- এই প্রতিপাদ্য বিষয়কে সামেনে রেখে নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার বিভাগের আওতায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ২নং কাশিমপুর ইউনিয়নে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চেযারম্যান মো. মকলেছুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -ডেপুটি স্পিকার

এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের সব সদস্য, পরিষদের সচিব খায়রুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী অর্থবছরের জন্য রাজস্ব খাতে ২ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা ও উন্নয়ন খাতে ১ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৮৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই: এম সাখাওয়াত

এসময় সরকারের বরাদ্দকৃত অর্থ ইউনিয়নের প্রতিটি এলাকায় সঠিকভাবে কাজে লাগিয়ে সরকারের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে সকলের প্রতি অনুরোধ জানান প্রধান অতিথি।