মোহাঃ আসলাম আলী,স্টাফ রির্পোটার : মোট-১৮৫.১৬ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত রাজশাহীর বাঘা উপজেলা। এ উপজেলা পরিষদে চতুর্থ ধাপের নির্বাচন আগামী ৫ জন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক পাওয়ার পর বাঘায় নার্বাচনী মাঠ সরগম হয়ে উঠছে। পতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ,মিছিল, মাইকিং,পথসভাসহ উঠানবৈঠকে ব্যস্ত সময় পার করছছেন প্রার্থীরা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রচারনা ও প্রতিহিংসা বেড়েই উঠছে। এক কথায় বাঘা এখন রাজনৈতিক ভাবে চাঙা।
এ উপজেলায় দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মাঠঘাট চষে বেড়াচ্ছেন পার্থীরা। সতন্ত্র ব্যানারে নির্বাচন হলেও মূল লড়াই হচ্ছে,সাবেক মন্ত্রী বর্তমান এমপি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম ও সবেক এমপি রায়হানুল হক রায়হানের সমর্থকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।
এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন,
সাবেক মন্ত্রী বর্তমান এমপি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এর সমর্থিত রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রোকনুজ্জামান (রিন্টু) (আনারস) প্রতীক। তার সাথে রয়েছেন,উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির,বাঘা পৌর আ’লীগ সভাপতি আ: কুদ্দুস সরকার,সাধারণত সম্পাদক মামুন হোসেন-সহ একাংশের নেতৃবৃন্দ। অপরদিকে সবেক এমপি রায়হানুল হক রায়হান সমর্থিক প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু (মোটরসাইকেল) প্রতীক। তাঁর সাথে রয়েছেন,জেলা আ’লীগের সদস্য ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী,সাবেক ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ:শফিউর রহমান শফি,পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ,বাউসা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, সাবেক বাঘা পৌর আ’লীগ সভাপতি কামাল হোসেন-সহ সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ। উল্লেখ্য,আরেক প্রার্থী সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু হটাৎ শারিরীক ভাবে অসুস্থতার কারন দেখিয়ে নির্বাচন থেকে নিকে প্রত্যাহার করে নিয়েছেন। (পিন্টু)গত শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোষ্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটার্নিং অফিসার এর নিকট লিখিত আবেদন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ আব্দুল মোকাদ্দেস সরকার (টিয়াপাখী),মোঃ কারুজ্জামান (নিপ্পন) (বই) ও হাফেজ মাও:মোঃ মেহেদী হাসান (মিনার) (টিউবওয়েল) প্রতীক।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ ফাতেমা খাতুন (লতা) (কলস),মোসাঃ রিনা খাতুন
(ফুটবফুটবল),ফারহানা দিল আফরোজ (রুমি) (প্রজাপতি) প্রতীক।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা- ১লাখ,৬৫ হাজার,৬৬৩ জন। এর মধ্যে নারী ভোটার ৮২হাজার,৬৫৬ জন ও পুরুষ ভোটার,৮৩হাজার-০০৭জন।