স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ১৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ৮ টা ৪০ মিনিটে শুরু হয়ে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই বৃষ্টিপাত হয়েছে। তবে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে রক্ষায় বৃষ্টি স্বস্তি হিসেবে ঝরেছে। তবে টানা আধা ঘণ্টার বৃষ্টিতে শীতল হয়ে যায় আবহাওয়া। বৃষ্টিপাতের পরে সর্বোচ্চ তাপামাত্রা কমেছে। এছাড়া সকালে বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ ও সন্ধ্যায় বাতাসের আদ্রতা ছিল ৭৩ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, রাজশাহীতে সকালে ১৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরে সর্বোচ্চ তাপামাত্রা কমেছে। কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।