আশুলিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ ও বিছানার ওপরে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের মালিকানাধীন বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দম্পতি হলেন পটুয়াখালী জেলার সদর থানার পাইকা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে রুহুল আমীন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৬)। রুহুল আমীন পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ও মনি আক্তার গৃহিণী।

আরও পড়ুনঃ   অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর: আইজিপি

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, রুহুল-মনি দম্পতির উভয়ের এটা দ্বিতীয় বিয়ে ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ সোমবার বারান্দার গ্রিলে তালা দেওয়া ছিল। কিন্তু ঘরের দরজা খোলা ছিল। বিকেলের দিকে বিছানার ওপর স্ত্রী মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   দায়িত্ব অবহেলায় নরসিংদী কারাগারের ৭৭ জন বরখাস্ত

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা এখনো আশুলিয়ায় এসে পৌঁছায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।