অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা নামক জায়গার একটি ঘন বন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে।
রোববার (১৯ মে) আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তাবরিজে আসছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।
ইরানি বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছেন, তারা প্রচণ্ড জোরে কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন।
প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য জানার পরই ঘটনাস্থলে কমান্ডো বাহিনী ও উদ্ধারকারীদের পাঠানো হয়।
তবে সেটি একটি ঘন বনজঙ্গল ও পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করতে সময় লাগবে। বর্তমানে ওই এলাকার আবহাওয়া বিরূপ থাকায় উদ্ধার অভিযান আরও ব্যহত হচ্ছে।
ইরানের জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ওই অঞ্চলে আটটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে ঘন কুয়াশা থাকার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
সেখানে কুয়াশার পরিমাণ এতই বেশি যে জরুরি পরিষেবার একটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েও ফিরে এসেছে।(সূত্র: ইরনা নিউজ)