পরিবারের ২৬ জনকে মাঠে রেখে চেন্নাইয়ের বিপক্ষে খেলছেন কার্তিক

অনলাইন ডেস্ক : এবারের আইপিএল শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছেন দীনেশ কার্তিক। তিনি ধরেই নিয়েছিলেন গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল বলেই তার ক্যারিয়ারটা আরেকটু লম্বা হচ্ছে।

বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২১৮ রান করেছিল। চেন্নাই যদি ২০১ রানও করতে পারতো অর্থাৎ ১৮ রানের চেয়ে কম ব্যবধানে হারতো তাহলে প্লে অফে চলে যেতো গায়কোয়াড়ের দল। তবে সেটা পারেনি তারা। ফলে টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পা রেখেছে বেঙ্গালুরু।

আরও পড়ুনঃ   ইনজুরি টাইমের দুই গোলে ফিওরেন্টিনাকে পরাজিত করে ইতালিয়ান কাপের ফাইনালে আটালান্টা

কার্তিক বলেন, ‘সবাই খুব ভালো খেলেছে। অসাধারণ প্রচেষ্টা। সত্যি বলতে প্রথম আট ম্যাচের সাতটা হারার পর চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। চেয়েছিলাম পরিবারের সকলের সামনে শেষ ম্যাচ খেলতে। পরিবারের ২৬জনকে এই ম্যাচ দেখতে আসার অনুরোধ করেছিলাম। আমি আর খেলব না শুনে বিরাট কোহলির মনও খারাপ ছিল। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, ক্রিকেটার হিসেবে শেষ দিন এটাই। সবাইকে বিদায় জানাতে হবে। কিন্তু দলের সবাই বোধহয় অন্য রকম ভেবেছিল। চেয়েছিল আমি আরও কয়েকটা ম্যাচ খেলে অবসর নিই।’’

আরও পড়ুনঃ   বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের প্রথম ওয়ানডে

চেন্নাইয়ের বিপক্ষে জয়ের জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়ে কার্তিক বলেছেন, ‘আমার কাছে এই দিনটা একটু আলাদা হয়ে থাকবে। কারণ আমি যেটা ভেবেছিলাম, প্রায় সব কিছুই তার বিরুদ্ধে গেছে। ভালোই হয়েছে। আমরা দল হিসেবে ঠিক কেমন, সেটা মাঠে প্রমাণ করতে পেরেছি। আমাদের দলের এই যাত্রাটা মনে রাখার মতোই।’

কার্তিক খুশি তার ক্রিকেটজীবন আরও একটু দীর্ঘ হওয়ায়। অবশ্য না হলেও ক্রিকেটার হিসেবে আক্ষেপ থাকত না বলে জানিয়েছেন তিনি। সব দিক ভেবে এখনই অবসর নেওয়া উচিত বলে মনে হয়েছে তার।