স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গতকাল রাতে গোদাগাড়ী উপজেলা উজান পাড়ার মাদক কারবারী জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল মাদক কারবারী জুয়েল রানার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ১৮০গ্রাম হেরোইন উদ্ধার হয়। একই সাথে তাকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল রানা গোদাগাড়ী উপজেলা উজান পাড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে।
জুয়েল রানাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।