সুজানগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার পাবনা : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ পাবনা জেলার সুজানগর উপজেলার শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

১৯৭২ সালে তৎকালীন বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৪০ জন শিক্ষক কর্মচারী ও ১৭০০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিবছরে এ প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুনঃ   দেশে পেট্রোল-অকটেনের দাম কমছে ১৫ টাকা!

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী জানান,শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, লার্নিং সেন্টার ও একটি বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরী রয়েছে। তিনি আরো জানান এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটি শিক্ষায় আরো অগ্রসর হবে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পিন্টু হত্যা মামলা নিয়ে ধুম্রজাল

এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।