দক্ষ জনগোষ্ঠী তৈরিতে আগামীতে প্রতিটি ৩০টি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে ঃ রাসিক মেয়র

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) রাত ৮টায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় দাপ্তরিক শৃঙ্খলা রক্ষা সহ প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব আরো যথাযথভাবে ও দায়িত্বশীলভাবে পালনের নির্দেশ দেন রাসিক মেয়র।

সভায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন দেশসেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এই অর্জন ধরে রাজশাহীকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আগামীতে রাজশাহী শহর দক্ষিণ এশিয়ার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুনঃ   বাঘায় ৪র্থ উপজেলা কা'ব ক্যাম্পিং-২০২৪ এর শুভ উদ্বোধন

রাসিক মেয়র আরো বলেন, রাজস্ব আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দক্ষ জনগোষ্ঠী তৈরিতে আগামীতে ৩০টি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে। যেখানে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে। সব মিলিয়ে আমরা একটা ভিশন নিয়ে রাজশাহীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আরও পড়ুনঃ   বাগমারায় বিএসটিআইএ’র নকল সিল ব্যবহার, ভ্রাম্যমান আদালতে জরিমানা

সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। রাসিকের সচিব মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড আব্দুল মমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার সহ অন্যান্যা শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।