মেয়ের জন্য মাকে সম্মাননা, গর্বিত-আপ্লুত মিমি

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে রোববার (১২ মে) এক অনুষ্ঠানে মা তাপসী চক্রবর্তীর হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার তুলে দেন।

মিমি তার ফেরিফাইড ফেসবুক পেজে মায়ের সঙ্গে অনুষ্ঠানে তোলা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমি কৃতজ্ঞতা জানাই বেঙ্গল চেম্বার্স অফ কমার্স এবং সবাইকে যারা এই অ্যাওয়ার্ডটির সাথে যুক্ত ছিল।

আরও পড়ুনঃ   সব ছেড়ে চলচ্চিত্রে আসতে কতটা সংগ্রাম করেন শ্রদ্ধা

আমি আপ্লুত যাদের সাথে এবং যেই প্যানেলিস্টদের সাথে একই মঞ্চে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আমার মাকে। আমি নিশ্চিত এটি তার জীবনের অন্যতম সুন্দর একটি মুহূর্ত।

 

অভিনেত্রী আরও লেখেন, আমি ধন্যবাদ জানাই মাতৃ দিবস দিনটাকে এইরকম ভাবে সুন্দর করে তোলার জন্য। এই অ্যাওয়ার্ডটির জন্যে কতটা যোগ্য আমি জানিনা কিন্তু আমি এটাই বলবো যে এই অ্যাওয়ার্ডটি আমাকে আরও অনুপ্রাণিত করবে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সাথে ভালো কাজ করার জন্য।

আরও পড়ুনঃ   বিমানবন্দরে আটকের ঘটনায় যা বললেন অভিনেত্রী জুথী

সম্প্রতি রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় কাজ করেছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই শাকিব খানের সঙ্গে সিনেমার পোস্টার প্রকাশ করলে তা নজর কেড়েছে ভক্তদের মাঝে।