মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। রবিবার (১২ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল-১১ টায় র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এর প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতার জনি। এই সভায় বিশ্ব মা দিবস সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার।
এ সময় বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোয়েব খান,পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, ব্রাক কর্মকর্তা মমিনুল ইসলাম,শিক্ষার্থী আসমানী খাতুন প্রমুখ। দিবসটিতে বক্তারা যাদের মা’বেঁচে আছে তারা প্রতিদিন মা’ দিবস পালন করার পরামর্শ দিয়ে বলেন,মা দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রীসে। মা-পৃথিবীর মধুরতম একটি ডাক। ছোট্ট এ শব্দের মাঝে লুকিয়ে আছে গভীর স্নেহ,মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ- বেদনা-ভয় কিংবা উদ্দীপনা-প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামক মমতাময়ী নারীর আঁচল। মা যত গরিব-কিংবা ধনী হোকনা কেন,তাঁকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। কারণ দুনিয়াতে ছেলে- সন্তানের সবচেয়ে বেশী হক বা অধিকার হলো মায়ের। তাই পৃথীবির সকল মাকে জানায় হাজারও সালাম। যাদের মা বেঁচে আছেন তারা প্রতিদিন মা দিবস পালন করুন। সভায় বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশতাধিক শতাধিক মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন
বাঘা উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনসুর রহমান।