মেট গালায় ঢুকতে তারকাদের কত কোটি খরচ করতে হয়?

অনলাইন ডেস্ক : প্রতিবছরের মতো এবারও মে মাসের প্রথম সোমবার, নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টে বসেছিল মেট গালার আসর। এখানে ইচ্ছে করলেই তারকাদের সবার প্রবেশের অধিকার মেলে, তেমনটা নয়। রীতিমতো বিশাল অঙ্কের টাকা খরচ করে ঢুকতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কত টাকা খরচ করতে হয়?

২০২৩ সালে মেট গালার এক একটি টিকিটের দাম ছিল ৫০ হাজার ডলার। তবে এ বছর টিকিটের মূল্য একলাফে বৃদ্ধি পেয়েছ ২৫ হাজার ডলার। এবার মেট গালার এক একটি টিকিটের মূল্য ছিল ৭৫ হাজার ডলার যা বাংলাদেশশি মুদ্রায় ৮৭ লাখ ৩৯ হাজার টাকা প্রায়।

আরও পড়ুনঃ   আবারও খোলামেলা শাড়িতে রুনা খান

১৯৯৫ সালে এই অনুষ্ঠানের প্রতিটি টিকিটের দাম ছিল এক হাজার ডলার। ২০ বছরের মধ্যে টিকিটের দাম বেড়েছে অনেকটাই।

মেট গালায় শুধু টিকিটের দামই অতিথিদের একমাত্র খরচ নয়। অতিথিদের বসার জন্য ১০ আসনবিশিষ্ট এক একটি টেবিলও বুক করতে হয়। প্রতি টেবিল বুক করতে হলে খরচ পড়ে ৩ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৮ লাখ টাকার কাছাকাছি।

আরও পড়ুনঃ   ‘আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না’

উল্লেখ্য, সিনেমাজগৎসহ ক্রীড়া, ফ্যাশন, ব্যবসা, সংগীতজগতের তারকারাও আমন্ত্রণ পান মেট গালায়। এ বছর ৪০০ জন অতিথি সমাগম হয়েছিল ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ।