অনলাইন ডেস্ক : ব্যস্ত রাস্তায় মারামারি করছেন চার তরুণী। একে অন্যকে মারতে মারতে চুল টেনে শুইয়ে ফেলছেন। পাশে দাঁড়িয়ে নিশ্চুপ ভঙ্গিতে অনেকে এ দৃশ্য দেখছেন। দর্শকের তালিকায় ছিল পুলিশও। মনে হচ্ছিলো পুলিশসহ সকলেই দাঁড়িয়ে মজা দেখছে। কিন্তু কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর-৯৩-এর বায়োডাইভারসিটি পার্কের। প্রত্যক্ষদর্শীরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একজন ব্যবহারকারী ২৭ এপ্রিল ভিডিওটি পোস্ট করেন। তাতে দেখা গেছে, চার তরুণী দুটি দলে ভাগ হয়ে মারামারি করছেন। চুল ধরে টানাটানি করে একে অপরকে রাস্তায় ফেলে মারছেন। সজোরে চড়-থাপ্পড় তো চলছেই।
এ সময় পথচলতি মানুষদের সেই দৃশ্য উপভোগ করতে দেখা যায়। এক পাশে ছিলেন দুজন পুলিশ সদস্যও। তারাও লড়াই থামাতে এগিয়ে আসেনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
জানা গেছে, ইনস্টাগ্রাম রিলে কমেন্ট করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ইনস্টাগ্রাম রিলে বাজে মন্তব্য করার অভিযোগ তুলে ঝগড়ায় জড়ায়। সেটি মারামারিতে রূপ নেয়।
এক্স-ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওয়ের কমেন্টে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ভয়াবহ একটি উদাহরণ এটি।
অনেকে প্রত্যক্ষদর্শীদের নিস্ত্রিয়তার অভিযোগ তুলেন। লিখেন, ‘পুলিশ থাকা সত্ত্বেও কেউ কেন এই মেয়েদের মারামারি থামায়নি?’