আ.লীগ কর্মীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মী নয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে । রোববার সকাল ১০টায় রাজশাহী কোর্ট এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক আকতার আলী।

আরও পড়ুনঃ   কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এসময় বক্তব্য রাখেন সভাপতি জহিরুল ইসলাম, সেলিম রেজা বাইরন, সৈয়দ রেজায় করিম বুলবুল, হুমায়ুন কবির লালু, আয়নুল হক, মোঃ আশরাফ আলী, মোঃ এনামুল হক অনু, শরিফুল ইসলাম সাগর, মোঃ জয়েদ হোসেন, কাবাতুল্লাহ, রফিকুল ইসলাম জুয়েল, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আকতারুল ইসলাম, মোঃ হাসিবুল আলম রজন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জীবন, মনোয়ার হোসেন, আমজাদ আলী রাসুল।

আরও পড়ুনঃ   ২৮ নভেম্বর পর্যন্ত নেওয়া যাবে এইচপিভি টিকা

উপস্থিত ছিলেন নিয়ামত হোসেন রনি, সহ-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, জার্জিস হোসেন, জালাল উদ্দিন, ফরিদ হোসেন, মোঃ নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, শামীম উদ্দিন, দেবব্রত সিনহা দেবু, লিয়াকত আলী, রফিকুল ইসলাম ও রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মিলন, রুবেল হোসেন, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ প্রমুখ।