গাইবান্ধায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমরান হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মোনারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের আব্দুস সোবহান মিয়ার সঙ্গে আব্দুল লতিফ আকন্দের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ বিকেলে মোনারমোড় এলাকায় একটি ফার্নিচারের দোকানে অবস্থানরত ইমরানের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান ইমরান।

আরও পড়ুনঃ   ১ খুন লুকাতে আরও ৬ খুন করেন ইরফান

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।