অনলাইন ডেস্ক : কয়েক বছর আগে রেস্তরাঁর ঘটনা। নতুন করে চলে এসেছে চর্চায়। সমালোচিত কাজল। তার পর?
নেট দুনিয়ায় কোনও কিছুই অতীত নয়। যে কোনও মুহূর্তে অতীতের কোনও ঘটনা আবার হাজির হয়ে কোনও ব্যক্তিকে বিব্রত করতে পারে। যেমন হয়েছে কাজলের ক্ষেত্রে। কয়েক বছর আগের একটি ঘটনা নতুন করে ‘ভাইরাল’ হয়েছে।
বছর কয়েক আগে সমাজমাধ্যমের পাতায় এক জন কাজলের নামে গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, মুম্বইয়ের একটি রেস্তরাঁয় তাঁর ভাইয়ের সঙ্গে নাকি কাজল দুর্ব্যবহার করেছেন! তিনি লিখেছিলেন, ‘‘গত কাল আমার ভাই যে রেস্তরাঁয় কাজ করে, সেখানে বন্ধুদের নিয়ে কাজল খেতে এসেছিলেন।’’ তিনি জানান, তাঁর ভাই বিশেষ ভাবে সক্ষম। কিন্তু তা সত্ত্বেও তাঁর উপর বিল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বিশেষ একটি কারণে। তিনি লেখেন, ‘‘আসলে আমার ভাই কাজলের গুণমুগ্ধ। সে জন্যই কর্তৃপক্ষ তাকে কাজলের বিল দেওয়ার দায়িত্বটি দেয়।’’
তিনি জানান, তাঁর ভাই কাজলকে সামনে দেখে আনন্দে কাঁদতে শুরু করেন। তাতে কাজল নাকি বলেন, ‘‘হয়ে গিয়েছে? নাটক বন্ধ করে এ বার বিলটা দিন!’’
নতুন করে নেট দুনিয়ায় এই ‘পোস্ট’ ভাইরাল হতেই সমাজমাধ্যমে থাকা একাংশ কাজলের সমালোচনায় ঝাঁপিয়ে পড়েছেন। শুরু হয়েছে ‘ট্রোলিং’। কারও মতে, বিশেষ ভাবে সক্ষম এক জন অনুরাগীর সঙ্গে এ রকম ব্যবহার কী ভাবে করলেন কাজল! আবার কেউ লিখেছেন, ‘‘বলিউডের ইতিহাসে সব থেকে রূঢ় অভিনেত্রী কাজল!’’
যদিও কাজল নিজে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তবে মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন কাজল। সঙ্গে রহস্যময় একটি বার্তা। যা পড়ে অনুরাগীদের একাংশ মনে করছেন, কাজল তাঁকে ঘিরে সাম্প্রতিক ‘ট্রোলিং’ প্রসঙ্গেই মুখ খুলেছেন এ ভাবে। ছবির সঙ্গে কাজল লিখেছেন, ‘‘যখন আপনি অযৌক্তিক কোনও কিছুর জন্য তৈরি থাকেন না, তখন নিজেকে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগে।’’
সম্প্রতি কাজল কলকাতায় হিন্দি ছবি ‘মা’-এর শুটিংয়ে এসেছিলেন। বোলপুর ছাড়াও উত্তর কলকাতা ও পার্ক স্ট্রিটে ছবির শুটিং করেছেন তিনি। এর পর দর্শক ‘দো পাত্তি’ ছবিতে কাজলকে দেখবেন।