প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের সাজা

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন শিশু আদালতের বিচারক। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শিশু আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আনিছুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- বড়াইগ্রামের নগর মৎসজীবী পাড়ার প্রয়াত জহুরুল ইসলামের ছেলে আকাশ ইসলাম (২১), সেকেন্দার আলীর ছেলে তুজাম দেওয়ান (২০) এবং শাহিদ আলীর ছেলে রানা (২০)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গাড়ি চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মামলার বরাতে আনিসুর রহমান বলেন, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী (২৯) রাজেন্দ্রপুর গ্রামের খালের পাশে হাঁটছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে মাছ ধরছিলেন। ওই নারীকে একা পেয়ে তারা গণধর্ষণ করে। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার ২ দিন পর ২২ মার্চ নির্যাতিত ওই নারীর বড় ভাই বাদী হয়ে আকাশ ইসলাম, তুজাম দেওয়ান ও রানাকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ   নাটোরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন, ওসি-ইউএনওকে প্রত্যাহারের দাবি

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলীপ কুমার দাস ২০২০ সালের ২৩ জুন মামলার অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় দেন। ঘটনায় সময় অভিযুক্তদের বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আইনে তাদের বিচার করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।