মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে মোহনপুরে জাহানাবাদ ইউনিয়ন অন্তর্গত খাড়তা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহনপুরের খাড়তা গ্রামে রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫), তার খালাতো বোন ও নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন (৫)।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার মাহফিল

জানা গেছে, মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে যায় কেয়া খাতুন। আজ সকালে খালাতো ভাইয়ের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজ নেওয়া সরকারি পুকুরে ডুবে যায়। পরে তাদের দুইজনকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়।

স্থানীয়রা পুকুরে নেমে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরে ওই দুই শিশুকে অচতেন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

এ বিষয়ে মহানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, সাঁতার না জানার কারণে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শিশু দুটির মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।