বাগমারায় বিনামূল্যে সার-বীজ বিতরণ

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ হাজার ৭০০জনের মধ্যে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল ইসলামের সভাপেতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি)যোবায়ের হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

অনুষ্ঠানে ১১৫০০ জন চাষিদের মধ্যে পাঁচ কেজি করে আউশ ধানবীজ, ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার, ৭৫০ জনের মধ্যে এক কেজি করে পাটবীজ,১৪৫০ জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ ২০ কেজি করে ডিএপি ও ২০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।