বেগুনি বিকিনিতে যেন জলপরী হয়ে উঠলেন ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক : আধভেজা শরীর, বেগুনি বিকিনিতে যেন জলপরী হয়ে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ছবিতে সুইমিং পুলের নীল জলরাশিতে বেগুনি রঙের বিকিনিতে দেখা গেল প্রিয় এই অভিনেত্রীকে।

বয়স পঞ্চাশ পেরোলেও ‘ম্যাডাম সেনগুপ্ত’ যেন চিরযৌবনা। ঋতুপর্ণার বিকিনি ফটোশুট ঝড় তুলেছে তার ভক্তদের মনে।

আরও পড়ুনঃ   সালমানকে হত্যা করতে ২৫ লাখের চুক্তি, পাকিস্তান থেকে আসে অস্ত্র

যদিও ওই ফটোশুট বছর চারেক আগের। তবে এই ভ্যাপসা গরমে অভিনেত্রীর এই ছবি যেন একপশলা প্রশান্তি।