হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় অগ্নিকাণ্ডে অন্তত ৬ টি পান বরজ ভস্মীভূত হয়েছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার বেলা সাড়ে বারো’টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী রাকিবুর রহমান জানান, কোথায় থেকে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি। প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে বাগমারা শিকদারী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
বাগমারা শিকদারী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আপেল মাহামুদ মুঠোফোনে প্রতিবেদককে বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত বিড়ি সিগারেটের অবশিষ্ট অংশ থেকে । সাহার আলী,আফজাল আলী, মমতাজ আলী, আসাদ সহ মোট ৬ জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা।
প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদ আবেদন করতে বলা হয়েছে।সরকারিভাবে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে তিনি জানিয়েছেন।