পাবনায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পাবনা সদর উপজেলার হলরুমে প্রধান-অতিথি এই প্রশিক্ষণের উদ্ধোধন করেন জেলা-প্রশাসক মু. আসাদুজ্জামান।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

পাবনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম সচিব শফিকুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজির। মাসব্যাপি এই বুনিয়াদি প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিয়েছেন।