চলন্ত ট্রাকের পেছনে ঢুকে গেল সিএনজি, চালক নিহত

অনলাইন ডেস্ক : নাটোরের লালপুরে চলন্ত ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশা ঢুকে চালক মো. নাজিমুদ্দিনের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর এলাকা থেকে ট্রাকের পেছনে সিএনজি ঢুকে তিলকপুরের নিমতলী স্কুল মোড় পর্যন্ত আসে বলে জানান লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম আহমেদ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তবে কীভাবে সিএনজিটি ট্রাকের পেছনে ঢুকে গেল তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশ ও স্থানীয়রা। নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা এলাকার মো. জগলুল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাসিম আহমেদ বলেন, একটি ট্রাকের পেছনে সিএনজি চাপা পড়া অবস্থায় নিয়ে নবীনগর থেকে নিমতলী আসে। এ সময় স্থানীয়রা ট্রাকের পেছনে সিএনজি ঢুকে থাকতে দেখে ট্রাকটি থামান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের ভেতর থেকে সিএনজি বের করে চালকের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পৃথক মামলায় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক পালিয়েছেন। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তার স্বজনরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।