স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চরশ্যামপুর পবা উপজেলা এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে নিখোঁজ তিনজন। দুইজনকে পাওয়া গেলে একজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের(সদর)সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন নিখোঁজের একটি খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে কাজ করছে এবং দুইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর একজনকে খোঁজাখুঁজি চলছে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।