সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষক নিহত

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে ও বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। তারা হলেন, উপজেলার ভাটিপড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মালেক নূর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর নূর।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রের আঘাতে তারা নিহত হন। দিরাই থানা পুলিশের ওসি (তদন্ত) রতন দেবনাথ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   বাগমারায় অস্ত্রসহ যুবক আটক

মধুরাপুর মান্দার হাটির মৃত উকিল উদ্দিনের ছেলে মালেক নুর (৪৫) রমজানপুর হাওরে নিজের জমিতে ধান মাড়ার মেশিন নিয়ে ধান মাড়াই করতে যান। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে তার ওপর বজ্রপাত পড়ে। এ ঘটনার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   পিকনিকের কথা বলে শিক্ষার্থীদের আদালতে নিয়ে গেলেন প্রধান শিক্ষক

অন্যদিকে, একই সময় কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর নূর বাড়ির পাশে কাজ করছিলেন। এসময় বজ্রের আঘাতে তিনি মারা যান। এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে শোকের মাতম চলছে।