ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে ১১ জন নিহত

অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মী শিহাব উদ্দিন বাসসকে একথা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   ঈশ্বরদী পৌরসভায় চলছে নতুন কর নির্ধারণে গণশুনানি

তিনি জানান, এ ঘটনায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত আছেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ   ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত, এসআই হাসপাতালে

আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।