ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে ১১ জন নিহত

অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মী শিহাব উদ্দিন বাসসকে একথা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নাটোরে পদ্মায় গোসলে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ

তিনি জানান, এ ঘটনায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত আছেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ   বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।